ভ্যালেন্টাইনস্ ডে পালন করা কেন অবৈধ নয়; ...................................................... ( প্রিয় পাঠক! পুরো পড়ে কারণ দর্শাবেন)
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:২৫:১২ রাত
ভালবাসা মন্দ জিনিষ নয়। মহান আল্লাহ পৃখিবীকে ভালবাসা দিয়েই সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ-রাসুলকে ভালবাসতে বলেছেন, বলেছেন প্রাণীকুলকে মানবকুলকে ভালবাসতে। ভালবাসা একটি মহৎ বিষয়, পৃথিবীতে এমন কোন প্রাণী পাওয়া যাবেনা যে কোন না কোন সত্বাকে ভালবাসে না। অর্থাৎ প্রতিটি প্রাণী অন্য প্রাণীকে অবশ্যই ভালবাসে। মানুষও অন্য মানুষকে ভালবাসবে এটাই স্বাভাবিক। সাধারণতঃ ভালবাসা পুরুষে পুরুষে, নারীতে নারীতে, নারীতে পুরুষে ও পুরুষে নারীতে হয়। পাত্র ব্যবধানে সেই ভালবাসাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। পুরুষে পুরুষে ও নারীতে নারীতে যে ভালবাসা জন্ম তাকে বন্ধুত্ব বলে, নারীতে পুরুষে ভালবাসা যখন মাতা পুত্র, পিতা কন্যার মাঝে হয় তখন তাকে স্বেহ মমতা ও শ্রদ্ধা ভক্তি বলে থাকে। স্বামী-স্ত্রীর ভালবাসাকে শুধুই ভালবাসা বলে, পরিচিত/অপরিচিত বিয়ে করা যায় এমন নারী পুরুষের ভালবাসাকে প্রেম বলা হয়। এ জগতে যত বিপত্তি প্রেমকে নিয়ে। কেউ বলে প্রেমকরা নিষিদ্ধ, আবার কেউ বলে প্রেম অবৈধ হবে কেন? প্রেম অবিনশ্বর, প্রেমে সৃষ্টি প্রেমেই মিষ্টি। আবহমানকাল থেকে প্রেম নিয়েই যত রচনা যত বন্দনা, কবির কাব্য সাহিত্যিকের রচনা, সাধকের সাধনা।
কামে প্রেম হয়, কাম সকল সৃষ্টিতে সৃষ্টিগত ও প্রাকৃকিত।প্রত্যেক প্রাকৃতিক জিনিষ অবারিত নয়, সামাজিক ও ধর্মীয় নিয়মে আবদ্ধ। মানুষের মাঝে প্রাকৃতিক চাহিদা অনেক, যেমন মল ত্যাগ করা, খাদ্যক্ষুদা, কামক্ষুদা ইত্যাদি। যেমনি কোন মানুষ যত্রতত্র মল ত্যাগ করতে পারেন না তেমনি অন্যের খাদ্য ভক্ষণ করতে পারেনা তদ্রুপ কামক্ষুদা যত্রতত্র নিবারণ করতে পারবে না। সেক্ষুদা নিরারণের জন্য সামাজিক ও ধর্মীয় নিয়মে বিয়ে করতে হবে। যেহেতু কামে প্রেমের সৃষ্টি তাই বিয়ের পূর্বে কামক্ষুদা নিবারণের জন্য প্রেম কারা যাবে না। বর্তমানকার প্রাশ্চাত্য কালচারে মানুষ হিউমিনিটি ভূলে গিয়েছে, নারী যত কাপড় খুলতে পারে তত নাকি আধুনিক হয়। আমার বুঝে আসে না যে, যে মানুষ মায়ে গর্ভ থেকে উলঙ্গ পৃথিবীতে এসে কাপড় পরে আধুনিক হয়েছে সে মানুষ আবার কাপড় খুললে আধুনিক হয় কি করে? তথাকথিত আধুনিকতার ছোঁয়া আমাদের দেশের জেনারেল শিক্ষিত সমাজে পড়েছে , তারাও কাপড়ের পরিমান কমাতে শুরু করেছে। তাদের ছেলে মেয়েরা অবাধে মিলামেশা করতেছে। সামাজিক ও ধর্মীয় নিয়ম ভাঙ্গা শুরু করেছে, কামক্ষুদা অনায়াশে মিটাচ্ছে। আমরা এই নিয়ম ভাঙ্গা ঘোর বিরোধি। আমরা জোড়ায় জোড়ায় পার্কে, বিসে, বোটানিক্যাল গার্ডেনে অবৈধ যৌনাচারের তীব্র প্রতিবাদী।
ভালবাসা একটি ব্যাপক বিষয় এবং ব্যক্তিগত, সামাজিক জীবনে ভালবাসা নিত্যদিনকার অপরিহার্য জিনিষ। সেটাকে একটি দিনের জন্য সীমাবদ্ধ করার মধ্যে কোন যুক্তি দেখি না। যারা মা-বাবাকে, বৌ-বাচ্চাকে একদিনের জন্য ভালবাসেন তাদের জন্য যৌক্তিক।প্রাত্যহিকের ন্যায় যদি কেউ একটি দিনকে বিশেষ ভাবে নেন তাতে সমস্যা আছে বলে মনে করি না, তবে সেটা হতে হবে নিখাঁদ।সে নিরিখে ব্যালেন্টাইন্স্ ডে পালন করা অবৈধ হবে কেন? পাঠক আপনারা কারণ দর্শান। অন্তরে ভালবাসার নামগন্ধ নাই ভ্যালেন্টাইনস্ দিবসে কৃত্রিম ফিকে ভালবাসা, মেকি ভালবাসা প্রকাশ করার জন্য ভাউন্ডুলের মত ঘুরাফেরা করা সমর্থন যোগ্য নয়।
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন